আগামী দিনে কি জাঁকিয়ে পড়বে শীত 🥶 ? বিস্তারিত জেনে নিন এই ব্লগে ..... - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 06, 2024

আগামী দিনে কি জাঁকিয়ে পড়বে শীত 🥶 ? বিস্তারিত জেনে নিন এই ব্লগে .....

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগতম জানাই । ইতিমধ্যে উৎসবের মৌসুম শেষ হয়েছে এবং হালকা হালকা শীতের আমেজ কিছু কিছু অঞ্চলের রাতের বেলা লক্ষ্য করা গেলেও সেরকম জাঁকিয়ে শীত এখনো পর্যন্ত কোনো অঞ্চলেই পড়েনি বললেই চলে সারা বাংলা জুড়ে। এমতাবস্থায় দাঁড়িয়ে বাংলা বাসীদের মনে একটাই প্রশ্ন যে শীত পড়বে কবে ?? মাঝে হালকা কুয়াশা চাদর সারা বাংলা জুড়ে লক্ষ্য করা গেল বর্তমানে কিন্তু কুয়াশার ও সেরকম কোন সম্ভাবনা নেই বাংলার আকাশের সকালবেলা। পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে বলা যায় যে ১৫ তারিখ পর্যন্ত ঝাপসা থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা উত্তরের বাতাস মাঝেমধ্যে দেখা গেল শীত অনুভূত সে রকম ভাবে হবে না তার জন্য সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ১৭ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে নভেম্বর মাসে দ্বিতীয় অর্ধে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আমরা ১৪ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। অপরদিকে ডিসেম্বর মাসে কিন্তু জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা রয়েছে যার জেরে বেশ কিছু অঞ্চলের শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি আমরা রক্ষা করতে পারব পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং সাথে সাথে উত্তরের বেশ কিছু অঞ্চলে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে ডিসেম্বর মাসে এবং বাকি সমস্ত অঞ্চলে পশ্চিমবঙ্গে কিন্তু বেশ ভালো রকম শীতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা পরিমাণে শীত পড়লেও ডিসেম্বর মাসের শীত বেশ ভালো মতনই যাকে পরবে সারা বাংলা জুড়ে তাই আপনারা সকলে শীতের দিনগুলিতে কোথায় কোথায় ঘুরতে যাবেন বা কিভাবে কাটাবেন সেই পরিকল্পনা করে নিন এবং আপাতত কোন দুর্যোগের সম্ভাবনা নেই । আগামী দিনে আরো বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে নিন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......