Friday, November 08, 2024
শীতের দেখা নেই ? কবে আসবে শীত, চলুন জেনে নিন .....
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই। ঝা চকচকে আকাশ তবুও শীতের দেখা নেই । পশ্চিমাঞ্চলে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে বলা যায় পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিছুটা হলেও ঠান্ডা অনুভূতি পেলেও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত অঞ্চলে ঘর্মাক্ত গরম অনুভব করা যাচ্ছে। আবহাওয়া এর পরিবর্তনের এর থেকে ভাল উদাহরণ বোধহয় আর হতে পারে না। যেখানে অন্যান্য বছর নভেম্বরে বেশ ভালো রকম শীতের অনুভূতি দেখা মিলতো সেখানে এখনো নভেম্বরে বেশ কিছু বাড়িতে এসি ফ্যান লাগাতার চলছে যেন বসন্তকালের শেষ এবং গরমের শুরু হবে । এমতাবস্থায় দাঁড়িয়ে বাংলার মানুষদের মধ্যে চিন্তার ভাজ জেলে ঠান্ডা আদৌ কবে পড়বে ? যদিও বিশেষ ভাবে বলা যায় যে শীত কিন্তু আর বেশি দূরে নেই । বর্তমানে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকায় ঢুকছে যার জেরে তাপমাত্রা সেই ভাবে নামতে পারছে না। কিন্তু আগামী দিনে অর্থাৎ বিশেষ করে বলা যায় ১৫ই নভেম্বরে পর থেকে কিন্তু আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে শুরু করবে কলকাতার তাপমাত্রা কিন্তু দ্রুত হারে নামবে । অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় অর্ধের পর থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে শীতের দেখা পেতে চলেছি । এরকম আবহাওয়া সংক্রান্ত আরো বিশেষ বিশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নিন।
No comments:
Post a Comment