আগামী দিনে আবহাওয়া কিরকম থাকতে চলেছে চলুন জেনে নি..... - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 12, 2024

আগামী দিনে আবহাওয়া কিরকম থাকতে চলেছে চলুন জেনে নি.....

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগ স্পটে স্বাগতম জানাই। আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল এই শীতের মৌসুমে যা ছিল ১৩.৮ ডিগ্রি । বর্তমানে শীতে থর থর করে কাঁপছে হাওড়া, জগৎবল্লভপুরে আজ রেকর্ড হয়েছে আর দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস অন্য জায়গায় আমতা রামসদায় কলেজে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস আমতা ৯.৯ ডিগ্রি এবং উলুবেরিয়াতে ১২.৫°c সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে । রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তীব্র শীতের দাপট । শীতের দিক থেকে হাওড়া জেলার বরগেছিয়া পুরুলিয়া কে টেক্কা দিচ্ছে তবে পুরুলিয়া সঙ্গে টেক্কা নিলেও রীতিমতো তাপমাত্রার দিক থেকে হারিয়ে দিয়েছে কালীন পথে কারণ যেখানে বড়গাছিয়ার স্বরবর্ণ তাপমাত্রা ৮.৭ ডিগ্রি অপরদিকে কালিমপঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩° সেলসিয়াস। তবে আগামীদিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পারদ আরো বেশ খানিকটা নামবে এবং ঘন কুয়াশাও দেখা দিতে পারে বেশ কিছু অঞ্চলে তবে কোথাও কোনো রকম ভারী বৃষ্টিবাদের পূর্বাভাস নেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে আগামী দিনে। তবে যেহেতু আগামী দিনের শীতের পারদ আরো নামবে তাই আপনারা সকলে আগামী দিনগুলো সাবধানতা অবলম্বন করুন কারন এই সময় জ্বর সর্দি কাশি এর মতন অসুখ-বিসুখে দেখা মিলতে পারে আর আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে আমাদের পেজ ফলো করে নিন।

No comments:

Post a Comment