Wednesday, December 04, 2024
ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে বাড়তে চলেছে ঠান্ডা চলুন তাই সম্পর্কে জেনে নেওয়া যাক
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পটে স্বাগতম জানাই। বর্তমানে কিছুটা হলেও শীতের দাপট বেড়েছে সারা বাংলা জুড়ে। বিগত বেশ কয়েকদিনে মেঘলা আকাশ থাকার পর বর্তমানে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলা জুড়ে। আগামী দিনেও সারা পশ্চিমবঙ্গের রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে ঠান্ডা ক্রমশ বাড়তে পারে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে । অপরদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের ৭ থেকে ৯° সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায় যে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপট কিন্তু আরো বেশ খানিকটা বাড়তে পারে। আগামী দিনে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে কোনো রকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই তাই আপনারা সকলে নির্দ্ধিধায় ঘুরতে পারেন। আগামী দিনে কোথাও কোন রকম ঘন কুয়াশা সম্ভাবনা নেই তবে আমরা বেশ কিছু অঞ্চলে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা লক্ষ্য করতে পারি । আজ উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে যা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিউড়িতে যা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া সম্পর্কিত এরকম আরো তথ্য বিস্তারিত পেতে আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment