Saturday, December 07, 2024
শীতের মাঝে আবার বৃষ্টির পূর্বাভাস... আর কত দেরিতে সেই শীত যার অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী ? জেনে নিন বিস্তারিত
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। বস্তুত বলা যায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার চরিত্র কিছুটা বদলাতে চলেছেন আগামী তিন দিনে। আগামীকাল দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা গেলেও পরশুদিন কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিন্তু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আগামী দিনে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে এবং আমি দিনে সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলা যায় যে আগামী ৪৮ ঘণ্টা পর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিপাত সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গুড়িগুড়ি থেকে হালকা বৃষ্টিপাত লোখা করা যেতে পারে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া বীরভূম এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি হতে পারে। তবে বুধবার থেকে লম্বা শৈত্যপ্রবাহ সাথে তীব্র শীত লক্ষ্য করা যাবে। বিশেষ করে ১১ই ডিসেম্বর থেকে ২০শে ডিসেম্বর এই ১০ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নামবে। কলকাতা তাপমাত্রা নাড়তে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সবচেয়ে কম তাপমাত্রা লক্ষ করা যাবে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে। আজ উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে যা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়া যা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সম্পর্কিত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন।
No comments:
Post a Comment