Friday, January 31, 2025
এখনই দক্ষিণবঙ্গে ৩১° ছুঁই ছুঁই... সত্যি কি তবে শীতের বিদায় !!! চলুন জেনে নেওয়া যাক
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগ স্পটে স্বাগতম জানাই। যেরকমটা জানিয়েছিলাম ঠিক সেরকমই বেশ ভাল রকমের গরম অনুভব করা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। বিপরীত ঘূর্ণবাত্ অবস্থানের ফলে দক্ষিণা হওয়ার ক্রমশ প্রবেশ এবং সাথে মেঘাচ্ছন্ন ঝাপসা আকাশের জন্য অস্বস্তিকর গরম তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে এবং আগামী দিনও তা বজায় থাকবে।। তবে এখনই কি শীতের পুরোপুরি বিদায় বলা সম্ভব !! আসলে এই বিপরীত ঘূর্ণবাত কেটে গেলে আবার কিছুটা ঠান্ডা ফিরতে পারে দক্ষিণবঙ্গে । আগামী তিন দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই অর্থাৎ সরস্বতী পূজায় কলকাতার আকাশে বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কথা আসলে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে । আজ উত্তরবঙ্গের দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে মালদায় যা ছিল ১০.৩° । অর্থাৎ আগামী দিনও কিছুটা গরমের পরিস্থিতি বজা থাকতে ছিল দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু সেই তুলনায় মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু বাড়িতে ফ্যান চালানো শুরু হয়ে গেছে, যার জেলে তাপমাত্রার এই তারোত্তম্যের কারণে শরীর খারাপের মতন পরিস্থিতি লোক করা যেতে পারে তাই আপনারা সকলে সাবধানে থাকুন এবং আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন ।
জানাতে থাকুন। সত্যিই গরম পড়েছে।
ReplyDeleteআজ প্রথম জানলাম মালদা দক্ষিণবঙ্গে😂
ReplyDelete