ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কতটা পড়তে চলেছে রাজ্যে? - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, October 28, 2025

ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কতটা পড়তে চলেছে রাজ্যে?


ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কতটা পড়তে চলেছে রাজ্যে?

 বর্তমানে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষভাবে আগামী তিনদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গুলিতে আজ হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সাথে সাথে প্রতি ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। বায়ু প্রবাহের কারণে সমুদ্রের জলোচ্ছ্বাস বেশি থাকবে। দক্ষিণবঙ্গের অনন্য অংশে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীঘা ও পুরীর পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সমুদ্রে সতর্কতা অবলম্বন করতে।এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল গুলিতে আগামী ৩০ , ৩১ ও ১ তারিখে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। এই সময় উত্তরবঙ্গ ভ্রমণকারী পর্যটকদের ভ্রমণ থেকে এড়িয়ে চলতে বলা হচ্ছে। 

সার্বিকভাবে দেখতে গেলে, ঘূর্ণিঝড়টি ভূমিভাগে আছড়ে পড়ার সাথে সাথে মানুষের শক্তি নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিমবঙ্গের প্রবেশ করবে এবং বৃষ্টিপাত ঘটাবে।

No comments:

Post a Comment