Friday, February 07, 2025
বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি এক নজরে জেনে নেওয়া যাক
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। ইতিমধ্যে কিন্তু বেশ ভালো রকম গরমের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বলা যায় দিনের বেলায় রৌদ্রজ্জ্বল পরিস্থিতি কিন্তু আমাদের গরমকালের কথা মনে করিয়ে দিচ্ছে। এমতাবস্থায় দাঁড়িয়ে আগামীকাল কলকাতাও তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। একই রকম তাপমাত্রা থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। আরো বিশেষ করে বলা যায় উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি কাছাকাছি। তবে পশ্চিমবঙ্গে কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই আগামী দিনে কোনরকম কোন দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া সংক্রান্ত এরকম বিস্তারিত তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
No comments:
Post a Comment