ধেয়ে আসছে নিম্নচাপ।। ব্যাপক প্রভাব বাংলায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, July 24, 2025

ধেয়ে আসছে নিম্নচাপ।। ব্যাপক প্রভাব বাংলায়।

বিগত এক মাসে বঙ্গোপসাগরে মোট পাঁচটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিটি কম বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত দু-তিন দিন ধরে রোদের দেখা মিললেও সেইভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি। কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপটিকে আরো শক্তিশালী করে তুলেছে। এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে পড়তে চলেছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও উপকূলবর্তী জেলা তথা দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি ও হতে পারে। নিম্নচাপ ভ্রুকুটির সাথে আমাবস্যার কারণে সমুদ্র জলস্তর তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে এবং পর্যটকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। নিম্নচাপের প্রভাবে আগামী তিনদিন গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের জারি থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment