কবে হতে চলেছে নিম্নচাপের প্রভাব থেকে মুক্তি? - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 25, 2025

কবে হতে চলেছে নিম্নচাপের প্রভাব থেকে মুক্তি?


উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি জলভাগে অবস্থান করছিল আগামীকাল সেটি আজ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ ঘটেছে।নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করার পর থেকেই ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সেই কারণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া , বীরভূম , ঝাড়খন্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে। এছাড়া কলকাতার পড়েও এই নিম্নচাপের প্রভাব প্রত্যক্ষভাবে পড়তে চলেছে। নিম্নচাপের প্রভাবে মধ্যরাত থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি চলছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন এবং অফিস যাত্রীদের বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে। এই নিম্নচাপ এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শনিবার পর্যন্ত থাকবে। বিশেষ করে পশ্চিমী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে শনিবার পর্যন্ত। ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবীদের ২৯ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের বিভিন্ন সাবধানতা অবলম্বন করা আবশ্যক। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জলমগ্ন হয়ে পড়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে।
শনিবারের পর থেকে আবহাওয়া কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। রবিবার একটু রোদের দেখা মিললেও মিলতে পারে দক্ষিণ বঙ্গবাসীদের। কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।

No comments:

Post a Comment