নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগত জানাই। এই বছর বর্ষা সময়ের আগেই প্রবেশ করার জন্য , মৌসুমী অক্ষরেখা এবং গভীর নিম্নচাপের কারণে গোটা জুন মাস জুড়েই বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে।জুন মাসের ১ তারিখ থেকে জুন মাসে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সার্বিক বন্টন ঘটেছে খানিকটা এইরকম যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেলেও সমতলভূমি অঞ্চলগুলিতে তুলনামূলক কম বৃষ্টিপাতই লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টিপাতের নিরিখে দক্ষিণবঙ্গ এবার যেন এগিয়ে রয়েছে উত্তরবঙ্গে তুলনায়। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলি তথা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতি ভারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে এই দুই জেলার বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতিও লক্ষ্য করা গেছে এই মাসে তবে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিক এবং হাওড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানের স্বাভাবিকের থেকে তুলনামূলক বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে উল্লেখ্য মাসে।
তবে বলা বাহুল্য পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
তবে চলতি মাসেও গোটা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই বৃষ্টিপাত হচ্ছে এবং আশা করা যায় এই মাসের আগামী দিন গুলিতেও পশ্চিমবঙ্গ ভালোই বৃষ্টি পেতে চলেছে।
এরূপ আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য পেতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজটিতে।
নমস্কার
No comments:
Post a Comment