বর্ষার মাঝে হঠাৎ এই গরম কেন? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 02, 2025

বর্ষার মাঝে হঠাৎ এই গরম কেন?

*বর্ষাকালে বৃষ্টি হলেও এত গরম কেন ??🤔*
নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগত জানাই। বৃষ্টির দিন মানেই একটা ভালো লাগার বিষয় কিন্তু এই বৃষ্টির দিনেই এত গরম যেন আর সহ্য করা যায় না। তবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। বৃষ্টির দিনেও অস্বস্তিকর গরম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজকে আমরা সেই বিষয়েই জানব।
প্রথমত, অত্যাধিক তাপের ফলে মাটি গরম হয়ে উঠলে এবং তার ওপর বৃষ্টিপাত ঘটলে বৃষ্টির জল বাষ্পীভূত হতে শুরু করে এবং এর ফলে বাতাসে আদ্রতা বৃদ্ধি পায় যার কারণে এরকম অস্বস্তিকর গরম অনুভূত হয়। 
দ্বিতীয়ত, বর্ষাকালে বৃষ্টি হলেও তা হয় স্বল্প ও দীর্ঘস্থায়ী যার ফলেও কিন্তু বৃষ্টিপাত মানেই যে শীতল আবহাওয়া তা সত্যি হয় না। 
তৃতীয়ত এবং এর প্রধান কারণ হল বর্ষাকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্য থেকে আগত তাপ ভূপৃষ্ঠ থেকে ফিরে যেতে পারে না ফলে অত্যাধিক গরম অনুভূত হয়। এই অবস্থা কেই সাধারণত আমরা অস্বস্তিকর ভ্যাপসা গরম বলে থাকি। এছাড়াও শহরাঞ্চলে উদ্ভিদের পরিমাণ কম হওয়ার কারণে ও রাস্তাঘাট, উঁচু বিল্ডিং এর পরিমাণ বেশি হওয়ার কারণে এরা অত্যাধিক তাপ ধরে রাখে এর ফলেও তাপমাত্রা বৃদ্ধি পায়।
উপরিউক্ত এই সকল কারণগুলির জন্যই বর্ষাকালে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিবেশ থাকে। 
এরূপ আরও আবহাওয়া সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে চোখ রাখুন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......