শারদ উৎসবে মহা নবমীর দিনের আকাশে মেঘে আনাগোনা, কেমন কাটতে চলেছে নবমী চলুন দেখে নেওয়া যাক... - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 30, 2025

শারদ উৎসবে মহা নবমীর দিনের আকাশে মেঘে আনাগোনা, কেমন কাটতে চলেছে নবমী চলুন দেখে নেওয়া যাক...

🌤️নবমীর দিনে মেঘের ভ্রুকুটি: কখনো রোদ, কখনো ঝরঝর বৃষ্টি🌦️

শারদীয় দুর্গোৎসবের মহোৎসব যত এগোতে থাকে, ততই আনন্দে ভরে ওঠে বাঙালির হৃদয়। মহা নবমীর দিন সেই উল্লাসের এক বিশেষ মুহূর্ত, যেখানে ভক্তি, আনন্দ আর আচার-অনুষ্ঠান মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করে। তবে উৎসবের এই রঙিন মেজাজে আবহাওয়াও কিন্তু বড় ভূমিকা রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে মেঘের খেলা, রোদ্দুরের আড়াল-আবডাল কিংবা হঠাৎ নেমে আসা বৃষ্টি—সবই নবমীর আনন্দকে ভিন্ন মাত্রা দেয়। তাই এই বিশেষ দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র জেনে নেওয়া অত্যন্ত জরুরি, যাতে প্যান্ডেল হপিং হোক নিশ্চিন্ত আর উৎসবের আনন্দে না আসে কোনো বিঘ্ন।

👉 উত্তরবঙ্গের আবহাওয়া 🌧️
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় পার্বত্য অঞ্চলগুলিতে হালকা থাকে মাঝারি ও স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সমতল ভূমি অঞ্চল গুলিতে তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে স্থান বিশেষে । তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিক তবে সমতল ভূমি অঞ্চল গুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

👉 দক্ষিণবঙ্গের আবহাওয়া 🌦️
দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চল গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণ বঙ্গের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে আগামীকাল তবে তার পরিমাণ থাকবে অত্যন্তই কম। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি যা স্বাভাবিক হলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আগামী দিনেও। 

             মহানবমীর দিন আকাশের আচরণ যেমনই হোক না কেন, আনন্দ-উৎসবের জোয়ার কিন্তু থামানো যায় না। মেঘলা সকাল, রোদ্দুরের ফাঁকফোকর কিংবা হঠাৎ নামা বৃষ্টি—সবই নবমীর উৎসবকে করে তোলে আরও স্মরণীয়। উত্তরবঙ্গের পাহাড়ি আবহ হোক বা দক্ষিণবঙ্গের ব্যস্ত নগর জীবন, প্রতিটি মুহূর্তে দেবীপক্ষের আনন্দে মেতে ওঠে মানুষ। তাই আবহাওয়ার সামান্য বিঘ্ন যেন আমাদের উৎসবমুখর মনকে প্রভাবিত না করে, বরং প্রকৃতির সঙ্গেই তাল মিলিয়ে নবমীর দিনটিকে করি আরও রঙিন, আরও প্রাণবন্ত।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......