🌧️দশমীর আকাশবেলা: বঙ্গের আবহাওয়া যেন এক অশনি সংকেত 🌧️
শারদোৎসবের শেষ দিনে দশমীর আবহাওয়া যেন ভিন্ন এক আবেগ নিয়ে আসে। উত্তরবঙ্গের পাহাড়ি শীতল হাওয়া আর মাঝে মাঝে মেঘলা আকাশ ভ্রমণপ্রেমীদের মনকে করে তোলে প্রফুল্ল। অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকে আর্দ্রতা ও হালকা গুমোট ভাব, তবে মেঘের ফাঁক গলে সূর্যের আলো বারবার উৎসবের আবহকে উজ্জ্বল করে তোলে। তবে এবার যেন দক্ষিণবঙ্গের আবহাওয়া হয়ে উঠেছে ভয়ংকর এই দিনে আবহাওয়ার অনিশ্চয়তা যেমন কৌতূহল জাগায়, তেমনই পুজোর সমাপ্তির সুরে বাঙালির মনে জন্ম দেয় মিশ্র অনুভূতির ঢেউ। চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ঠিক কেমন থাকতে চলেছে...
👉 উত্তরবঙ্গের আবহাওয়া🌧️
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং স্থান বিশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের আধিক্য সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। এছাড়া সমতল ভূমি অঞ্চল গলিত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হবে দফায় দফায়। পার্বত্য অঞ্চলে অত্যাধিক পরিমাণ বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে ভ্রমণকারীদের উদ্দেশ্যে বিশেষ সর্তকতা জারি করা হচ্ছে। তবে তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিক।
👉 দক্ষিণবঙ্গের আবহাওয়া🌧️
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা হয়ে উঠতে পারে দক্ষিণবঙ্গের জন্য ভয়ংকর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গুলিতে সবথেকে বেশি প্রভাব ফেলবে এই নিম্নচাপ যার জেরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং স্থান বিশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। কেবল উপকূলবর্তী অঞ্চল গুলি নয় এছাড়াও কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতের আধিক্য পরিলক্ষিত হবে আগামীকাল দফাই দফায় বৃষ্টিপাত পরিলক্ষিত হবে স্থান জুড়ে এছাড়াও পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের হাত থেকে ছাড় নেই আপাতত। এক কথায় বলা যেতে পারে ষষ্ঠী থেকে নবমী যেমন আবহাওয়া মনোরম প্রকৃতির ছিল আগামীকাল থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে প্রকৃতি। বৃষ্টিপাতের সঙ্গে উপকূলবর্তী অঞ্চল গুলিতে ঝড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে।
দশমীর দিন, অর্থাৎ শারদীয় উৎসবের চূড়ান্ত মুহূর্ত, সব জায়গায় একই রকম আবহাওয়া নিয়ে আসে না — উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দিনে হালকা থেকে মাঝারি এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং বলা যেতে পারে শারদীয়া শেষ দিন হতে পারে প্রকৃতির ভয়ংকর রূপ দেখার একটি দিন। সবশেষে বলা যায়, প্রকৃতি যেন আকাশের রঙে বিদায়ী সুর তোলে, আর মানুষ অপেক্ষায় থাকে আগামী বছরের মহা উৎসবের জন্য।
No comments:
Post a Comment