আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই বিদায় নেবে বর্ষা, অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর বর্ষার প্রকোপ সবচাইতে বেশি পরিলক্ষিত হয়েছে। সমগ্র বঙ্গ বৃষ্টির মাথায় নিয়ে কাটিয়েছে বেশ কয়েকটা মাস। এইবার বর্ষা বিদায় নেওয়ার পরে অনেক রকমের আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত হয়, সেই রকমই এক সময় আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে ঠিক কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে...
👉১২ই অক্টোবর ২০২৫
আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে কয়েকটি স্থানে। এছাড়া তাপমাত্রার স্বাভাবিক থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।
👉 ১৩ ই অক্টোবর ২০২৫
আকাশ পরিষ্কার থাকবে তেমনভাবে আর কোন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।
👉 ১৪ই অক্টোবর ২০২৫
আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে স্বাভাবিক তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ অব্যাহত থাকবে আগামী দিনগুলিতেও।
ধীরে ধীরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হেরফেরের ফলেই কিন্তু মিশ্র আবহাওয়ার বিরাজ করবে সর্বত্র যার ফলে ভোরবেলা তেমন গরম অনুভূত না হলেও দিনের বেলা অস্বস্তিকর গরম অনুভূত হবে। তেমনভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা আর না থাকার ফলে আপনারা সহজেই কলকাতা ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।
No comments:
Post a Comment