উত্তরের হাওয়া দাপট শুরু রাজ্যে
বর্ষায় ইতিমধ্যেই গোটা রাজ্য থেকেই বিদায় নিয়ে নিয়েছে । প্রথমে উত্তরবঙ্গ এবং অবশেষে দক্ষিণবঙ্গে বিদায় নিয়েছে বর্ষা যার প্রভাবে উত্তরের হাওয়া সক্রিয় হয়ে পড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল তথা ভ্রমণের স্থানগুলোতে মনোরম পরিবেশ লক্ষ্য করা যাবে এখন থেকে। পর্যটকদের উত্তরবঙ্গ ভ্রমণের জন্য দুর্যোগহীন পরিস্থিতি বজায় থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা শুরু করেছে এবং তার সাথে বইছে উত্তরের হাওয়া। দক্ষিণবঙ্গে দিনের বেলায় কিছুটা অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। তবে সকাল ও রাতের দিকে শীতের এক আমেজ অনুভূত হবে। এছাড়াও বিভিন্ন পশ্চিমী জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি র আশেপাশে লক্ষ্য করা গিয়েছে। পুরোপুরিভাবে শীত ঘোষণা না করা গেলেও প্রায় রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভব করা যাবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রিতে পৌঁছিয়েছে। আগামী দিনে রাজ্যজুড়ে আরো সক্রিয় হয়ে উঠবে উত্তরের হাওয়া। মৌসুমী বায়ু প্রত্যাগমন এর সাথে সাথেই রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে এবং শীতে আমেজ অনুভূত হতে শুরু করেছে জেলা ভিত্তিক।
No comments:
Post a Comment