আগাম সতর্কতা না নিলে সমগ্র হুগলি জেলার শীতকালীন সবজি ও আলুচাষে ব্যাপক ক্ষয়ক্ষতি। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, October 23, 2025

আগাম সতর্কতা না নিলে সমগ্র হুগলি জেলার শীতকালীন সবজি ও আলুচাষে ব্যাপক ক্ষয়ক্ষতি।

নিজস্ব সংবাদদাতা: অক্টোবর মাসের শেষ এখন হুগলি জেলার কৃষক বন্ধুরা নিশ্চয়ই আলু চাষের জন্য উদ্যোগী হচ্ছেন এছাড়াও শীতকালীন শাক সবজি বসানোর জন্য সক্রিয় হয়েছেন সাধারণত বর্ষা বিদায়ের পর বেশিরভাগ সময়ে আবহাওয়া শুষ্ক থাকে যার জন্য দুর্গা পূজোর পর হুগলি জেলার সকল চাষী ভাইয়েরাই এই সময়টাকে শীতকালীন শাকসবজি ও আলু চাষের জন্য উপযোগী সময় মনে করেন কিন্তু বর্তমানে লানিনা পরিস্থিতি থাকার কারণে অক্টোবর মাসের শেষ সপ্তাহে শক্তিশালী এমজেও এর ওপর ভর করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সেরকমই আগামী ৯৬ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে ওড়িশা বা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে অক্টোবরের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বর্ষণের কারণে জলমগ্নতার পরিবেশ তৈরি হতে পারে। নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যা শিশু গাছের উপর ভীষণভাবে ক্ষতিকর প্রভাব রাখতে পারে। সাধারণত আমরা জানি একমাত্র ধান ছাড়া সমস্ত শীতকালীন সবজি ও আলু গাছের অতিবৃষ্টি খুব ক্ষতিকর প্রভাব রাখে গাছে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন ধরিয়ে দেয় গাছের পচন দেখা যায় নিম্ন তাপমাত্রা এবং অতি বৃষ্টির কারণে তাই আসন্ন নিম্ন চাপের প্রভাবে যারা চারা গাছ বসিয়েছেন তারা বিকল্প ব্যবস্থা নিয়ে রাখুন। অথবা যারা এখনো চারা গাছ লাগাননি তারা নভেম্বরের প্রথম সপ্তাহের পর চারা গাছ বসানো শুরু করুন। তাতে হয়তো ফলন কম হলেও ক্ষতির হাত থেকে চারাগাছ বেঁচে যাবে। বরং নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে তবে আপাতত বঙ্গোপসাগরের নিম্ন চাপের হাত ধরে ২৮ থেকে ৩০ শে অক্টোবরের মধ্যে হুগলি জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এই সম্ভাবনার পরে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা একটা থেকে যাচ্ছে। নভেম্বরে প্রথম সপ্তাহের পর আশা করা যায় বৃষ্টির প্রভাব বেশ খানিকটা কমে যাবে তাই এই সময়ে ফসল বসানোর জন্য উপযুক্ত হতে পারে। আপাতত অক্টোবরের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে হুগলি জেলার পুড়শুড়া আরামবাগ সহ আলু চাষের মূল ক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই চাষীদের বিশেষ সর্তকতা গ্রহণের অনুরোধ করা হচ্ছে। 
Weather of west bengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......