পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়তে চলেছে দুর্যোগ
বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়ের প্রভাব পরোক্ষভাবে পশ্চিমবঙ্গে না পড়লেও প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাবে। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়লেও তার প্রভাব পড়তে পারে দেশের অন্যান্য রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ঘূর্ণিঝড়ের প্রভাবে।
বিগত বেশ কয়েকদিন ধরে পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গিয়েছে। তবে আগামী ২৪ ঘন্টা থেকে পশ্চিমে জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া , বীরভূম , পুরুলিয়া , পশ্চিম ও পূর্ব বর্ধমানে। তবে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলিতে। এই একই পরিস্থিতি আগামী ৭২ ঘন্টার লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি বাতাসে বায়ুর গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের আশে পাশে থাকবে। বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবে অস্বস্তিকর গরম থেকে অনেকটাই রেহাই মিলবে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আগামী তিন দিন বৃষ্টিপাতের জন্য চাষীদের সতর্ক থাকতে বলা হচ্ছে এবং বিভিন্ন ফসল যত্ন নিতে বলা হচ্ছে।

No comments:
Post a Comment