লা নিনার পর এরপর এল নিনোর পালা - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 10, 2026

লা নিনার পর এরপর এল নিনোর পালা

গত দু'বছর ধরে লা লিনার প্রভাব গোটা ভারত জুড়ে আমরা দেখতে পেয়েছি। বর্ষাকালে ততটাই বৃষ্টি এবং শীতকালে ততটাই শীত পড়তে দেখতে পাচ্ছি। লা নিনার প্রভাবে ইতিমধ্যেই জানুয়ারি মাসের শীতের তীব্রতা যথেষ্ট পরিমাণে মালুম হচ্ছে আগামী দিনগুলিতে শীত আরো মালুম হবে কিন্তু লা নিনার এ বছরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে তার শক্তি কমাতে থাকবে এবং এল নিনোর দিকে তা চলে যাবে যার ফলে কিন্তু আবারও বায়ু প্রবাহের মধ্যে পরিবর্তন দেখা যাবে বিভিন্ন স্তরে। লা নিনার থাকলে পৃথিবীর যেভাবে আবহাওয়ার ভারসাম্য তা স্বাভাবিক থাকে কিন্তু এল নিনো হলে কিন্তু জলবায়ুর এবং আবহাওয়ার উপর অনেকটাই প্রভাব পড়ে। আগামী দিনে গরম আসছে তবে লা নিনার প্রভাব অনেকটাই কম থাকবে এল নিনোর প্রভাবের দিকে যাবে যার প্রভাবে কিন্তু গরমের ওপর কিন্তু এবছর প্রভাব পড়বে এল নিনোর। তারই সাথে প্রভাব পড়বে বর্ষাকালের এ বছর ভারতের বিভিন্ন অংশে এবং পশ্চিমবঙ্গের ও প্রভাব কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গ এই এল নিনোর প্রভাবে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া আবারও পরিবর্তন দেখা যাবে এ বছর মাঝামাঝি থেকে এবং বর্ষাতেও কিন্তু এ বছর এল নিনো প্রভাব থাকবে। তবে পুরোপুরি এল নিনো হবে না কিছুটা ঝুঁকে থাকবে সাময়িকভাবে এবারে বছরটা নিউট্রাল যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আপাতত জানুয়ারি মাসে দেখা যাচ্ছে যে ভালো রকম শীত প্রভাব পড়বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আগামী দু'দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টা কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু পতন হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে।

No comments:

Post a Comment