উত্তরবঙ্গে ভয়াবহ ভারীবর্ষণ।। শোচনীয় পরিস্থিতি পাহাড়জুড়ে। তবে আবহাওয়ার উন্নতি শীঘ্রই।। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, October 05, 2025

উত্তরবঙ্গে ভয়াবহ ভারীবর্ষণ।। শোচনীয় পরিস্থিতি পাহাড়জুড়ে। তবে আবহাওয়ার উন্নতি শীঘ্রই।।

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে গত ২৪ ঘন্টায় রেকর্ড ব্রেকিং বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে। যা ঐতিহাসিক ভারী বৃষ্টিপাত হিসেবে পরিগণিত হয়েছে। উত্তরবঙ্গে ভারীবর্ষণের সেরা দশের তালিকায় প্রথমে রয়েছে কুর্তি চা বাগান। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৩৭০ মিলিমিটার। ভারী বর্ষণের দ্বিতীয় স্থানে রয়েছে ঘাটিয়া চা বাগান। এখানে বৃষ্টির পরিমাণ ৩৫১ মিলিমিটার এরপর দিয়ানা চা বাগান। এখানে বৃষ্টির পরিমাণ ৩৪৪ মিলিমিটার। অর্থাৎ ৩০০ মিলিমিটার বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য তারাই ও ডুয়ার্স অঞ্চলে। অতিভারী বর্ষণের ফলে দার্জিলিং এ মৃত্যু হয়েছে ২০ জনের। ভারী বৃষ্টিপাতের কারণে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, তোর্সা, জলঢাকা ও মহানন্দা। জলমগ্নতা পরিস্থিতি সমগ্র উত্তরবঙ্গের পার্বত্য তরাই ও ডুয়ার্স অঞ্চলে।। তবে আশার কথা আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপটি উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাওয়ার কারণে সমগ্র উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে একরাতের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ ভয়াবহ বিপর্যয় ঘটিয়ে দিয়েছে উত্তরবঙ্গে।
৪ই অক্টোবর ২০২৫ সকাল ৮.৩০ মিনিট থেকে ৫ই অক্টোবর ২০২৫ সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ
কুর্তি চা বাগান: ৩৭০ মিমি 
ঘাটিয়া চা বাগান: ৩৫১ মিমি 
দিয়ানা চা বাগান: ৩৪৪ মিমি 
জিটি চা বাগান: ৩৩৩ মিমি 
গান্দ্রাপাড়া চা বাগান: ৩২৩ মিমি 
বানরহাট হাইস্কুল: ৩১০ মিমি 
গাজলডোবা: ৩০২ মিমি 
বড়দিঘি চা বাগান: ২৯৩ মিমি 
ইন্দং চা বাগান: ২৬৬ মিমি 
ঘুঘুমাড়ি: ২৬৩ মিমি 
দার্জিলিং: ২৬১ মিমি 
মালবাজার: ২৩২ মিমি 
ময়নাগুড়ি: ২১৫ মিমি
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......