বিদায়ের সুরে বর্ষা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আবহাওয়ায় আসছে পালাবদল 🌤️
বর্ষা এখন প্রায় শেষের পথে। টানা কয়েক মাসের বৃষ্টি শেষে এখন রাজ্যে ধীরে ধীরে ফুটে উঠছে পরিষ্কার আকাশের রোদ্দুর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সব জায়গাতেই আবহাওয়ার ধরণে বদলের ইঙ্গিত স্পষ্ট। যদিও মাঝে মাঝে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির দেখা মিলছে, তবুও মৌসুমি বায়ু ক্রমশ দুর্বল হচ্ছে এবং বৃষ্টির পরিমাণও অনেকটাই কমে এসেছে। চলুন দেখে নেওয়া যাক আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে...
👉উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি🌦️
বিগত দুই থেকে তিন দিনের আবহাওয়ার বীভৎস রূপ পরিদর্শন করেছে উত্তরবঙ্গবাসী সেই ভয়ংকর বৃষ্টিপাত ও তার ফলে বিপর্যস্ত জনজীবন যা কাটিয়ে উঠতে উত্তরবঙ্গ বেশ কিছু সময় লাগবে। তবে আজ থেকে আবহাওয়ার বেশ উন্নতি পরিলক্ষিত হতে চলেছে উত্তরবঙ্গ জুড়ে তেমন ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পিক্ষিপ্তভাবে দু একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে। তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং অস্বস্তিকর পরিস্থিতি অনেকটাই কম পরিলক্ষিত হবে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে।
👉 দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি🌦️
সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় । বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন স্থানে অস্থায়ী ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে বিশেষত উপকূলবর্তী অঞ্চল গুলি সহ তার তৎসংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের আধিক্য সর্বাধিক পরিলক্ষিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। মৌসুমী বায়ু কিছুটা দুর্বল হল স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলেই বৃষ্টিপাত পরিলক্ষিত হবে দক্ষিণবঙ্গ জুড়ে।
সবশেষে বলা যায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার স্থিতিশীল পরিস্থিতি পরিলক্ষিত হতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। বর্ষা বিদায় নিতে আর বেশি দিন সময় নেই ধীরে ধীরে মৌসুমী বায়ু দুর্বল হয়ে যাওয়ার কারণে বৃষ্টিপাতের তারতম্য বেশ কিছুটা কমে আসবে আগামী আসন্ন দিন গুলিতে। আবহাওয়ার এই রূপ মালা বদলের ফলেই আবহাওয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে সমগ্র স্থান জুড়ে।
No comments:
Post a Comment