পাহাড়মুখী বাঙালি, এক নজরে দেখে নিন উত্তরবঙ্গের আবহাওয়া
তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে যার কারনে পাহাড় মুখী বাঙালি। উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে শীতের আমেজ লক্ষ্য করা যাবে। দার্জিলিং ও কালিম্পং সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিনে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভোর ও রাত হতেই নামছে তাপমাত্রার পারদ এবং অনুভূত হচ্ছে শীতের আমেজ। গত ২৪ ঘন্টায় দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই শীতের আমেজ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাবে।
উত্তরবঙ্গের আগামী তিনদিন একই শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল গুলিতে আকাশ পরিষ্কার থাকবে। পরিষ্কার আকাশ থাকার কারণে রাতের বেলায়ও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাবে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোতে ভ্রমণের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে। উত্তরবঙ্গে কোনরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী তিন দিন। কয়েক মাস আগে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগ কাটিয়ে অনেকটাই সেরে উঠেছে উত্তরবঙ্গ। যার জেরে ফের পাহাড়মুখী বাঙালি। আগামী দিনগুলোতেও উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং ও কালিংপং এ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০ ডিগ্রি নিচে।

No comments:
Post a Comment