Weather of west bengal
Monday, November 10, 2025
জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে জেনে নিন।
নিজস্ব সংবাদদাতা:অবশেষে আসতে চলেছে প্রথম জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ঠান্ডার তীব্রতা বিগত দিনের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য সিস্টেম না থাকার জন্য এবং শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না আসার জন্য উত্তর-পশ্চিম ভারতের গাঙ্গেয় সমভূমির উপর দিয়ে উত্তরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পাবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঠান্ডার তীব্রতা বাড়তে শুরু করবে প্রদত্ত সময়সীমার মধ্যে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিশেষত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে বেশ ভালো মতই শীতের প্রভাব দেখা যাবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে। কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে শীতের মরশুম শুরু হতে চলেছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই। ঠাণ্ডার তীব্রতা বাড়তে থাকবে।

No comments:
Post a Comment