#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে আগামী ৮ দিনে উল্লেখযোগ্য নিম্নচাপের সম্ভাবনা নেই তবে ২০শে নভেম্বরের পর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে পারে। এই নিম্নচাপ কোথায় যাবে তা সুষ্পষ্ট করে এখন বলা যাচ্ছেনা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল শুষ্ক ও বৃষ্টিহীন আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে যাবে ১১ থেকে ১৩°সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রধানত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে শীতলতা বৃদ্ধি পাবে। আগামী ১০ দিন পরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে মেঘাচ্ছন্নতা বৃদ্ধি পাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে। তাই এই সময়ে কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও তরাই ডুয়ার্স অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কুয়াশার সম্ভাবনা নেই। অধিকাংশ অঞ্চলে রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া থাকবে।

No comments:
Post a Comment