ডিসেম্বর মাসে প্রবল শীতে জমে যাবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল।। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, November 14, 2025

ডিসেম্বর মাসে প্রবল শীতে জমে যাবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সহ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল।।

নিজস্ব সংবাদদাতা: ডিসেম্বর মাসে রেকর্ড ব্রেকিং ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তী পর্যায়ে স্থলভাগে প্রবেশ করে গেলে জাঁকিয়ে শীত পড়বে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৫°সে এর নীচে। পুরুলিয়া, বাঁকুড়া ও পার্শ্ববর্তী পাহাড়ী এলাকার কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ২-৪°সে এর আশেপাশে নেমে যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা পড়ছে। এবছর লানিনা ও আই ও ডি এর ঋনাত্মক থাকার কারণে এমনিতেই ঠাণ্ডা বেশি থাকবে তবে তার উপরে নভেম্বরের শেষ সপ্তাহের নিম্নচাপ দক্ষিণবঙ্গের শীতের ঘুড়িতে তোল্লাই দিয়ে দেবে। ডিসেম্বর মাসে পরপর শৈত্যপ্রবাহের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল শুষ্ক ও বৃষ্টিহীন শীতল আবহাওয়া থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭°সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪°সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় উত্তরে শীতল বাতাস বয়ে যাবে সমগ্র দক্ষিণবঙ্গে।।
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......