#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে শীত পড়ে গেলেও শীত শীত ভাব গত ২৪ ঘন্টায় বেশ খানিকটা উধাও হয়ে গেছে। আপাতত আগামী ৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও নেই। সব মিলিয়ে মিশিয়ে থাকবে মনোরম আবহাওয়া। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০°সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭°সেলসিয়াসের আশেপাশে। সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্রজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া চোখে পড়বে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তরাই ও ডুয়ার্স অঞ্চলে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও সকালে কুয়াশার সম্ভাবনা থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে বৃষ্টির জন্য অনুকূল হতে পারে।।

No comments:
Post a Comment