গাল্ফ অফ থাইল্যান্ডে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণাবর্ত। তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ।। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, November 19, 2025

গাল্ফ অফ থাইল্যান্ডে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণাবর্ত। তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ।।

নিজস্ব সংবাদদাতা: গাল্ফ অফ থাইল্যান্ডে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে নতুন ঘূর্ণাবর্ত এই ঘুর্ণাবর্তের ওপর নজর রাখছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল। কারণ আসন্ন দিনে এই ঘূর্ণাবর্ত থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কোথায় নিম্নচাপ তৈরি হবে বা তার গতিপ্রকৃতি কি হবে তা আসন্ন দিনে আরও বিস্তারিতভাবে জানানো যাবে তবে তার আগে প্রাথমিকভাবে একটি পূর্বাভাস আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে। ঘূর্ণাবর্তটি পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের ওপর সিস্টেমটি নিম্নচাপে পরিণত হওয়ার পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা থাকছে। সিস্টেমটি প্রাথমিকভাবে ওড়িশা অন্ধ্রপ্রদেশের দিকে অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে সেক্ষেত্রে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে সেণোয়ার। সিস্টেমটি থেকে প্রাথমিকভাবে ওড়িশা অন্ধ্রপ্রদেশের ঝুঁকি থাকলেও পরবর্তী পর্যায়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ঝুঁকি ও কিছুটা থেকে যাচ্ছে কারণ অভিমুখ পরিবর্তনের একটা সম্ভাবনাও থাকবে। আপাতত আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে ৭ দিন পর থেকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 
Weather of west bengal

No comments:

Post a Comment