#Weatherofwestbengal
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের কুয়াকাটা থেকে প্রায় দু হাজার কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরের উপর। গভীর নিম্নচাপে পরিণত হবার পরবর্তী পর্যায়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সিস্টেমটি প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা বেশি রয়েছে। এই সময় মায়ানমার ও তৎসংলগ্ন এলাকার উপর আপার ট্রপোস্ফিয়ারিক উচ্চচাপ অবস্থান করার কারণে সিস্টেমটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হতে পারে। তবে পরবর্তীতে সিস্টেমটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা বেশি রয়েছে। সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ অভিমুখে যাওয়ার সম্ভাবনা থাকবে। সে যাই হোক না কেন নভেম্বরের শেষ সপ্তাহে এই সিস্টেমটির প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা থাকবে।।

No comments:
Post a Comment