আগামীকাল থেকেই নামবে তাপমাত্রার , ফের শীতের আমেজ কলকাতায়
বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ বিভিন্ন অংশে ও শহরতলীতে শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল। তবে সোমবার সকাল থেকেই ফের শীতের আমেজ লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
চলতি সপ্তাহেই ফের দেখা যাবে শীতের আমেজ। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমতে চলেছে কলকাতা শহরতলীতে। বিগত কয়েকদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল কিন্তু আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ১৫°-১৭° সেলসিয়াসের কাছাকাছি। ভোর ও রাতের দিকে কলকাতা শহরতলীতে শীতের আমেজ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে কিছু কিছু স্থানে ১৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এই সপ্তাহে গোটা রাজ্য জুড়েই শীতের আমেজ লক্ষ্য করা যাবে।

No comments:
Post a Comment