#Weatherofwestbengal
Wednesday, November 26, 2025
নিম্নচাপের বৃষ্টি কেটে ক্রমেই বাড়বে ঠাণ্ডার দাপট। এগারোতে ঠেকবে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে।।
নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই কমে এসেছে। সে যায়গায় বেড়েছে ঠাণ্ডার দাপট দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২°সেলসিয়াসের আশেপাশে নেমে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতন সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১১-১৩°সে এর আশেপাশে। এবং হাওড়া কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪-১৬°সে এর আশেপাশে। মোটের উপর ভীষণভাবে ঠাণ্ডা অনুভব হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভালো ঠাণ্ডার দাপট বিরাজ করছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় আরো কিছুটা বাড়তে চলেছে ঠাণ্ডার দাপট। উত্তরে শীতল বাতাস ভালো গতি পাবে।। কলকাতা, হাওড়া, হুগলি ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় রৌদ্রজ্জ্বল ও শুষ্ক শীতল আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২-১৫°সে এর আশেপাশে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১০-১২°সে এর আশেপাশে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায় রৌদ্রজ্জ্বল ও খুব ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। পার্বত্য অঞ্চলে ৫-৭°সে এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।।

No comments:
Post a Comment