দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে ১৫°-১৭° সেলসিয়াসের কাছাকাছি। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কিছুটা হলেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ২০° সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের অন্যান্য অংশ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে বাতাসের আপেক্ষিক আদ্রতা বেশি থাকবে এবং ভোরের ও রাতের দিকে শীতের আমেজ লক্ষ্য করা যাবে কিছুটা। তবে দিনের বেলায় তুলনামূলক কম শীত অনুভূত হবে। ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও বঙ্গোপসাগর থেকে আগত জলীয়বাষ্পের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। যার জেরে উত্তরে হওয়ার দাপট কিছুটা কম লক্ষ্য করা যাবে। পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকবে বিগত কয়েক দিনের তুলনায়।

No comments:
Post a Comment