Weather of west bengal
নিজস্ব সংবাদদাতা: ধেয়ে আসছে এখনো পর্যন্ত শীত মরশুমের কনকনে শীতবলয় জার। ডিসেম্বর মাসের প্রথম পনেরো দিনের মধ্যে একটি বৃহৎ জাঁকিয়ে দীর্ঘস্থায়ী শীতবলয় আসতে চলেছে। আপাতত শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণিঝড় দিত্বা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তর দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। এবং যত উত্তরে অগ্রসর হবে তত দুর্বল হবে সিস্টেমটি। অন্যদিকে মালাক্কার কাছে থাকা ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। যার জন্য শীতের রাস্তায় বাঁধা দেওয়ার মতো আর কেউ নেই। অন্যদিকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে উত্তরে বাতাস এবং এই উত্তরে বাতাস হবে ভীষণ ঠাণ্ডা ও কনকনে। যার জন্য ভীষণ শীত এবং শৈত্যপ্রবাহ শুরু হতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যা বিস্তৃত হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। কনকনে শীতের অনুভব পাওয়া যাবে পুরুলিয়া বাঁকুড়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পাঁচ থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বাঘমুণ্ডি, ঝালদা, আরসা সহ পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে এবং বাঁকুড়ার বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৫ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভীষণ ঠাণ্ডা অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে সেই সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ায়। তাই মোটা মোটা কাঁথা, কম্বল, সোয়েটার, জ্যাকেট সব নামিয়ে ফেলুন। ডিসেম্বর মাসে যে শীত আসছে সেটা কিন্তু ভীষণ কনকনে। বহুদিন পর বাঁকুড়া ও পুরুলিয়াবাসী মজবে জমাটি শীতে।

No comments:
Post a Comment