রাজ্যজুড়ে খামখেয়ালী শীত, কবে পড়বে জাকিয়ে শীত? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, November 30, 2025

রাজ্যজুড়ে খামখেয়ালী শীত, কবে পড়বে জাকিয়ে শীত?


রাজ্যজুড়ে খামখেয়ালী শীত, কবে পড়বে জাকিয়ে শীত?

নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর পড়তে চলেছে তবুও চলছে শীতের খামখেয়ালি। রাজ্যে এখনো পর্যন্ত জাঁকিয়ে শীত লক্ষ্য করা গেল না। কখনো কখনো দুই দিন ধরে কিছুটা শীতের আমেজ আবার কখনো উধাও উত্তরে হাওয়া। এই ভাবেই চলছে শীতের লুকোচুরি। 

উত্তর সহ দক্ষিণবঙ্গে ফের উধাও শীতের দাপট । অবশ্য ভোর ও রাতের দিকে কিছুটা শীতের অনুভূতি মিললেও সারাদিন জুড়ে লক্ষ্য করা যাবে রোদ্যৌজ্জ্বল পরিবেশ। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকবে জলীয় বাষ্পের কারনে। উত্তরসহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় শীতের তেমন আমেজ লক্ষ্য করা যাবে না। তবে বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ৫ ডিসেম্বর থেকে শীতের একপ্রকার ভালো ইনিংস রাজ্যজুড়ে লক্ষ্য করা যাবে। ৫ ই ডিসেম্বর থেকেই প্রায় এক সপ্তাহের কাছাকাছি রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ১৫° সেলসিয়াসের আশেপাশে। আর বেশি দিন নয় চলতি সপ্তাহেই মিলতে চলেছে শীতের আমেজ।

No comments:

Post a Comment