বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বড়দিনের দিন সেভাবে গোটা কলকাতা সদ দক্ষিণবঙ্গে শীত পড়েনি। তবে এবছর শীত কিছুটা অন্যরকম থাকতে চলেছে দেখা যাচ্ছে যে বড়দিনের দিন থেকে এ বছর কলকাতার সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ভাল রকম পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা থাকছে। কলকাতাতে পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে বড়দিনের দিন বেশ উষ্ণ শীত হয়েছিল কিন্তু এ বছর সেটা থাকছে না এ বছর ভালরকম শীতের অনুভূতি করা যাবে। উত্তরবঙ্গ ক্ষেত্রে কিন্তু এবছর বড়দিনের দিন ভালো রকম ঠান্ডা পড়তে চলেছে বিশেষত পাহাড়ি অঞ্চল এবং সমতল অঞ্চলেও কিন্তু ভালো রকম ঠান্ডা থাকতে চলেছে। তবে ভোরের দিকে কুয়াশার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোনরকম বাধা নেই উত্তরের হাওয়াতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা নামতে পারে আরো। এই পরিস্থিতি আপাতত কয়েকদিন জারি থাকবে একই রকম। বড়দিনের উপহার হিসেবে বঙ্গবাসীদের এ বছর শীত কিন্তু ভালো রকমই মালুম হতে চলেছে। তবে দার্জিলিং পার্বত্য অঞ্চলের বরফ পাতের হবার সম্ভাবনা এখনই কম রয়েছে। জানুয়ারির দিকে বরফাতের সম্ভাবনা থাকতে পারে। এ বছর ভাল রকমই বড়দিন কাটতে চলেছে শীতের দিক দিয়ে।

No comments:
Post a Comment