সরস্বতী পূজায় বাসন্তিক আবহাওয়া। দিনে মনোরম ও রাতে ঠাণ্ডা আবহাওয়া। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, January 18, 2026

সরস্বতী পূজায় বাসন্তিক আবহাওয়া। দিনে মনোরম ও রাতে ঠাণ্ডা আবহাওয়া।


নিজস্ব সংবাদদাতা: জানুয়ারির প্রথম থেকে দীর্ঘ শীতের স্পেলের পর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে। প্রধানত রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ক্রমশ বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে জাঁকিয়ে শীতের জায়গায় মনোরম শীতল আবহাওয়া চোখে পড়বে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৪- ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে এর পাশাপাশি নতুন পশ্চিমের ঝঞ্ঝা ঢোকার কারণে পরবর্তী ৭২ ঘন্টায় তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা ক্ষীন রয়েছে তাপমাত্রার কিছুটা উত্থান পতন চলতি সপ্তাহে দেখা যেতে পারে তবে জাঁকিয়ে শীত এখনই নয় দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে দুপুরের দিকে সোয়েটার জ্যাকেট গায়ে রাখা যাবে না বরং কিছুটা অস্বস্তি অনুভব হতে পারে জোড়ালো সূর্যালোকের কারণে। দিনে গরম রাতে ঠান্ডার পরিস্থিতি সপ্তাহ জুড়ে বিরাজ করবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা থাকবে। তবে সমস্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই শুধু দার্জিলিং জেলায় হালকা ফুলকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে। সরস্বতী পূজার সময় এরকমই আবহাওয়া চোখে পড়বে একপ্রকার বাসন্তিক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা বেশ কিছুটা থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে সপ্তাহ জুড়ে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একটা সামঞ্জস্য থাকলেও পশ্চিমে ঝঞ্ঝা গুলো সরে গেলে ফের ঠান্ডা ফিরবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ফের ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে জাঁকিয়ে শীত বিরাজ করবে না দক্ষিণবঙ্গ জুড়ে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ তেইশে জানুয়ারি সমগ্র দক্ষিণবঙ্গেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই উত্তরবঙ্গে কিছু কুয়াশার উপস্থিতি চোখে পড়তে পারে ওভারল মনোরম আবহাওয়া থাকবে সরস্বতী পুজো জুড়ে। 
#Weatherofwestbengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......