পাহাড় জুড়ে মেঘেদের লুকোচুরি, উত্তরবঙ্গে চলবে শীতের রাজত্ব
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই থামছে না শীতের দাপট। পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। উত্তরের পার্বত্য ও সমভূমি অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা একই রকম লক্ষ্য করা যাবে বিগত কয়েক দিনের মতোই, আপাতত তাপমাত্রা ফের ফের হচ্ছে না।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে পর্যটকদের ভ্রমণের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে। এছাড়াও দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫° সেলসিয়াসের নীচে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১°-১৩° সেলসিয়াসের কাছাকাছি। তবে সকালের দিকে উত্তরবঙ্গে লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গ সমভূমি অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াসের মধ্যেই লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। উত্তরবঙ্গে সকালে আংশিক আকাশ মেঘলা থাকলেও রৌদ্রোজ্জ্বল পরিবেশ বজায় থাকবে।

No comments:
Post a Comment