Weather update For Makar sankranti, বাংলা জুড়ে পৌষ পার্বণ উৎসব। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 13, 2018

Weather update For Makar sankranti, বাংলা জুড়ে পৌষ পার্বণ উৎসব।

Makar Sankranti, one of most historical and traditional festival of Hindus.

 
This is one of the particular Day of hindu calendar, when the Sun excursion from Tropics of Capricorn in southern Hemisphere, and come towords the Northern hemisphere. It's call utterayan.
At this end of the festival, we can be say that spring season starting to arrival in northern hemisphere. 
So this celestial condition celebrating by Makar Sankranti in entire the india. Patna, Alahabad,  Haidwar, and many places of India. 


But Ganga Sagar is most popular places at this time,  their many people's goes to temple of Kopil muni. So now intense winter staying from January first week. Most of places in gangatic West Bengal, Minimum temperature recorded 11°C to 12°C still now. So it's too chill at this time in ganga sagar. 

Next 24 to 48 hours, Temperature will be loiter around 11°C to 12°C in Sagardwip island. Most of the places in gangatic West bengal minimum temperature will be record around 11°C to 12°C. Patchy foggy morning in Ganga sagar mela.
Day maximum temperature will be record near 22°C to 23°C respectively.
Today's minimum temperature recorded in Kolkata 11.7°C, Which is bellow normal 3°C.
Next 5 days have no possibility of changes of this weather condition in gangatic West bengal.
A cyclonic circulation over the north bengal, under the influence moisture entering land region from sea. So dense fog alart for next 72 hours in all over South and North bengal.
Kolkata also possibility of cool in day, because of sun light can not be able to enter in land surface for this dense fog situation. So day temperature not will be rise up next few days.
Overall people can be hazy and chilly Makar Sankranti in this year.

Makar Sankranti special:
মকর সংক্রান্তি, ঐতিহ্যবাহী এই উৎসবে মেতে উঠেছে হিন্দুরা অন্যান্য বছরের মতো। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর পৌষ মাসের শেষ দিনটিকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়।
এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তিয় অঞ্চল থেকে ঘুরে পুনরায় উত্তর গোলার্ধের দিকে এগিয়ে আসতে থাকে। এই জাগতিক ঘটনা কে কেন্দ্র করে এই উৎসব হয়ে থাকে। এই সময় সূর্যের উত্তরায়ন হয় বলে এই উৎসবকে অনেকে উত্তরায়ন উৎসবও বলে।
এই উৎসবকে সারা ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নামে প্রচলিত। তবে পশ্চিমবঙ্গের গঙ্গা সাগর এর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য। প্রচুর মানুষের জনসমাগম হয় এই উপলক্ষে।
যেহেতু এই মাসে শীত জোর কদমে পরেছে, তাই আগামী তিন দিন ও শীত পিছু ছাড়বে না। 
কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 11°C থেকে 12°C এর আশেপাশে থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকায় দিনেও শীত ভালভাবে অনুভূত হবে।
উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা থাকবে আরো কয়েক দিন।
উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির ফলে এই পরিস্থিতি বজায় থাকবে।

Thank you.

By P.ghosh
Update: 22:15 IST
13/01/2018

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......