Thunderstorm possiblity Again, ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা । - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, April 05, 2018

Thunderstorm possiblity Again, ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা ।

After long thunderstorm periods, last sunday get some relief from warm and uncomfortable weather. But now it's summer season, so temperature will be rising slowly after day by day.
Last Sunday gangatic West bengal received modarate to heavy rainfall with hail storm many places over Gangatic West bengal and kolkata also. That's the reason of temperature is not able to increase. So those days, Many places over Gangatic West bengal maximum temperature was record around 34°C. But their after , day temperature will be rising temporary. Their after Thunderstorm period come back again in this week. Thunderstorm possiblity many part of west bengal. Mainly North bengal of sub himalayan west bengal and Western districts of south bengal chance to facing severe hail storm on this period.
Thunderstorm possiblity will be increase in 5th April and end on 11th April. Their after seasonal first Heat wave like situation enter on those region of west bengal.

Current condition indicate a couple of circulation over located our gangatic West bengal and nebourhood areas.
A cyclonic circulation developing over jharkhand adjoining gangatic West bengal and another is north bengal and adjoining north west bangladesh which is become more mark. Both of system create major thunderstorm in Jharkhand, Bihar, west bengal, Orisha and adjoining Bangladesh in next few days.
Today also possibility of thunder storm in many places over Gangatic West bengal, North bengal and Bangladesh region.
Next 24 to 48 hours, in Gangatic West bengal have to maximum possiblity of thunder storm with some places facing hail storm with gust wind 60 to 70 kmph.
Lite to modarate rainfall possibility that time. So be prepair for All that farmers.
Next 5 to 6 day have to chance Thunderstorm isolately many places over north bengal and south bengal also.
So enough rainfall possibility all those days.
Thank you.

বাংলা আবহাওয়ার পূর্বাভাস ।
গত রবিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টির পেয়েছে। ঝড়বৃষ্টি হয়েছে কমবেশি প্রায় সমস্ত জেলাতেই।
এর প্রভাবে গত সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়নি। গত মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। গত কয়েক দিনের আকাশ পরিষ্কার থাকার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 34°C এবং পশ্চিমাঞ্চলের জেলা গুলির তাপমাত্রা 35°C এর আশেপাশে রয়েছে।
কিন্তু বর্তমানে ফের দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ।
যার মধ্যে একটি ঝাড়খন্ডের কাছে এবং অন্যটি উত্তরবঙ্গের ওপর রয়েছে
এর প্রভাবে আগামী কিছুদিনের জন্য দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে 5 ই এপ্রিল থেকে 11 ই এপ্রিল পর্যন্ত ।
প্রায় সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ।
Weather of West Bengal এর তরফে জানানো হচ্ছে যে আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে ।
বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সাথে কোন কোন অঞ্চলে শীলাবৃষ্টির সম্ভাবনা থাকছে । এছাড়া ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ।
আজ যে সমস্ত জেলা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব জেলা গুলি হল বর্ধমান, বীরভূম, বাঁকুড়া,  পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনাতেও।
কলকাতায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চলে মাঝারী মাপের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ।
তবে আগামী 12 ই এপ্রিলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব দ্রুত বাড়বে । এবং তখন থেকে বেশ কিছু দিনের জন্য ঝড়বৃষ্টির প্রকোপ অনেকটাই বন্ধ থাকবে ।
তীব্র গরমের ফলে তখন পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি সম্ভবনা থাকছে।
ধন্যবাদ ।
BY P.GHOSH
UPDATE: 16:30 IST
05/04/2018

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......