আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, হতে চলেছে ভারী বৃষ্টিপাত বজ্র ঝড় শীতল দিন - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 17, 2024

আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, হতে চলেছে ভারী বৃষ্টিপাত বজ্র ঝড় শীতল দিন


এতদিন ধরে আমরা দেখে এসেছিলাম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অথবা পুরুলিয়া, ঝাড়গ্রাম দুই বর্ধমান, নদিয়া ইত্যাদি জেলায় শৈত্যপ্রবাহ তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছিল  সেই সব জায়গাতে আজ কোন রকম শৈত্যপ্রবাহ অনুভূত হয়নি |    উল্টে সকাল থেকেই কলকাতা বাসি যেন শীতের পোশাক ছেড়ে দিতেই পছন্দ করছে | এর কারণ হিসেবে বঙ্গোপসাগর একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং তার থেকে জলীয় বাষ্পের আগমনে সমগ্র পশ্চিমবঙ্গে এরকম তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আগামী দুই থেকে তিন দিনে এই সুস্পষ্টের দিকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে এবং তার সাথে  একটি পশ্চিমী ঝঞ্ঝের সংমিশ্রণের ফলে  এই সপ্তাহের শুক্র শনিবার নাগাদ বঙ্গ পশ্চিমবঙ্গের ব্যাপক আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে | এই পশ্চিমী ঝঞ্ঝার ও নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলি অর্থাৎ ২ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গঙ্গা পশ্চিমবঙ্গের অন্যত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখা দিতে পারে | এছাড়াও দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা উপকূলীয় অঞ্চলগুলিতে নেমে প্রায় ২০ ডিগ্রী সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে  যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা গুলিতে শীতল দিন অনুভূত হতে পারে | আবহাওয়ার এই পরিবর্তন শীতকালের সচরাচর দেখা যায় না তবে এই পরিবর্তন খুব ক্ষণস্থায়ী হবে এবং আশা করা হচ্ছে আগামী সপ্তাহের সোমবার থেকে অবস্থান উন্নতি হবে |

আবহাওয়া সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে জড়িয়ে থাকুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে,  ধন্যবাদ

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......