উল্টে বাড়ছে তাপমাত্রা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। তার সাথে পাল্লা দিয়ে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে অস্বস্তি সূচক 50 ডিগ্রি সেলসিয়াস এর আশপাশে রয়েছে।
চরম উষ্ণতা এবং আদ্রতা এই দুইয়ে মিশে এক অস্বস্তিকর ঘর্মাক্ত কা পরিস্থিতি তৈরি করেছে রাজ্য বাসীর জন্য। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রী সেলসিয়াস পার করেছে। এবং গত বেশ কিছুদিন ধরে কলকাতায় আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রী সেলসিয়াস এর উপর উঠতে পারেনি।
কিন্তু এরই মধ্যে আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে আগামী 48 থেকে 72 ঘন্টায় তাপমাত্রা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে চরম অস্বস্তি আরও বৃদ্ধি পেতে পারে আগামী দুই থেকে তিন দিন।
তাহলে বৃষ্টি কবে পাওয়া যাবে ?
সবার মুখে একই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, এখনই দীর্ঘস্থায়ী স্বস্তি পাওয়া যাবে না। যতদিন না বর্ষা প্রবেশ করছে রাজ্যে। কিন্তু বর্ষা প্রবেশ করতে এখনো একমাস বাকি। এই রকম পরিস্থিতি থেকে সাময়িক ভাবে স্বস্তি পেতে বজ্রগর্ভ মেঘ ও কালবৈশাখীর ওপরই নির্ভর করতে হচ্ছে।
বর্তমান সমস্ত আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হচ্ছে যে, আগামী 72 ঘণ্টা পর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার বা তার পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা আছে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বর্ধমান, হুগলিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশী রয়েছে আগামী সপ্তাহের শুরুতে। সে ক্ষেত্রে ঐ সমস্ত অঞ্চলের মানুষ জন সাময়িকভাবে স্বস্তি পেতে পারে বলে আশা করা যাচ্ছে।
কিন্তু এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ায় সব জায়গায় সমান হবে না। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে আগামী সপ্তাহের শুরুতে বিক্ষিপ্তভাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কম বেশি ঝড়-বৃষ্টি পাওয়া যাবে। এর ফলে রাতটুকুর জন্য সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে বলে আশা করা যায়।
তবে এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে আশা করা যায় কিন্তু তাতে দিনের বেলা আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রেহাই পাওয়া এখনি যাবে না।
তাই এখন স্থায়ী রেহাই পাওয়ার জন্য বর্ষার দিকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণবঙ্গ বাসীকে।
তবে উত্তরবঙ্গের জন্য ভালো খবর আছে, উত্তরবঙ্গের উপর থাকা অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের শেষ থেকে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গের মালদা 2 দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার সহ বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ের সম্ভাবনা থাকছে যা উত্তরবঙ্গের বাসীর কাছে স্বস্তিদায়ক বলে আশা করা যায়।
⭐ আরো বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে, ক্লিক করুন।
By P.Ghosh
Update: 01:30 PM IST
09/05/2019
Kolkata
ReplyDelete