ঘূর্ণিঝড় "বায়ু", আছড়ে পড়তে চলেছে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 11, 2019

ঘূর্ণিঝড় "বায়ু", আছড়ে পড়তে চলেছে।

ঘূর্ণিঝড় বায়ু ক্রমশ শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে ঘূর্ণিঝড় বায়ু, মুম্বাই থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, গুজরাটের ভীরাবাল থেকে থেকে ৪৪৭ কিলোমিটার দক্ষিনে, গুজরাটের সুরাট থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় বায়ু এর কেন্দ্রে বর্তমানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের বায়ুর চাপ বর্তমানে ৯৮০ মিলিবার। 

সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ওই সমস্ত অঞ্চলে ৩০° সেলসিয়াস থেকে ৩১° সেলসিয়াস রয়েছে। যা ঘূর্ণিঝড় কে শক্তি বৃদ্ধির জন্য সম্পূর্ণ অনুকূল। এছাড়া অন্যান্য আবহাওয়া পরিস্থিতি ও অনুকূল রয়েছে ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। 

বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হচ্ছে যে ঘূর্ণিঝড় টি আগামী 24 থেকে 36 ঘন্টায় আরো উত্তর ও উত্তর দিকে অগ্রসর হবে, এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজুলা থেকে কদীনার এর মধ্যবর্তী যেকোন উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় আছে পড়ার সময় তার গতিবেগ তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়। কারণ উত্তর পশ্চিম ভারত এবং উত্তরপূর্ব আরব সাগরের বিস্তীর্ণ অংশে শুষ্ক বাতাস থাকার ফলে, তা ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবেশ করে যেতে পারে, এর ফলে ঘূর্ণিঝড়ের গতিবেগ তুলনা মূলকভাবে হ্রাস পাবে।  

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে, ১৩০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।

এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় গোয়া মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল থাকায়, কেরালা,  কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রের মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্রে নামতে আগামী তিন দিনের জন্য নিষেধ করা হচ্ছে।

তবে আগামী ১২ থেকে ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় আরো ক্রমশ শক্তি বৃদ্ধি করে যাবে, এর ফলে ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে সমুদ্রের উপর ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।

ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে নিরাপদ, এখানে ঘূর্ণিঝড়ের কোন রকম প্রভাব পড়বে না। তবে বর্ষার ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রভাব বড় ধরনের পড়তে চলেছে। তাই বর্ষা দক্ষিণবঙ্গে আসতে এখনো দেরী আছে।


By p Ghosh

Update: 01:00 AM

12/06/2019

No comments:

Post a Comment