গভীর নিম্নচাপটি ক্রমশ আরো শক্তি বৃদ্ধি করে আগামী 12 থেকে 24 ঘণ্টার মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় "বায়ু" তে পরিণত হবে।
ক্রমশ ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। |
নিম্নচাপের কেন্দ্রের বাতাসের চাপ ইতিমধ্যেই ৯৯৭ মিলিবার এর নিচে চলে গেছে। এবং নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ।
নিম্নচাপের প্রভাবে কেরলের বাকি অংশগুলো তে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছে, এবং কর্ণাটক ও কেরলের বউ অংশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে।
latest Wind Share |
নিম্নচাপটি যত শক্তি বৃদ্ধি করবে বঙ্গোপসাগরীয় শাখার মৌসুমী বায়ু ততটাই ধীরগতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
ইতিমধ্যেই জানানো হচ্ছে যে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে, আরব সাগরের পাশাপাশি বঙ্গোপসাগরেও খুব শীঘ্রই নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর ফলে বঙ্গোপসাগরীয় শাখায় বর্ষা কিছুটা গতি পেতে পারে বলে আশা করা যায়।নিম্নচাপ এর গতি প্রকৃতি নিয়ে চিন্তিত ওয়েদার অফ ওয়েস্টট বেঙ্গল এর সমস্ত বিভাগ।
latest wind share |
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ।
তবে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আবহাওয়া পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।আরব সাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ায়, ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি।
সেক্ষেত্রে মহারাষ্ট্র উপকূল এবং গুজরাট উপকূলকে চরম সর্তকতা জারি করা হচ্ছে।
আগামী পাঁচ দিনের জন্য কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, এবং গুজরাট উপকূলের সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
© ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ।
By P.Ghosh
Update:01:36pm
10/06/2019
No comments:
Post a Comment