গত রবিবার বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, বেশ কিছু অংশে, ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়।
ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ তত্সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কাছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল কাছে।
এর প্রভাবে আগামী 48 থেকে 72 ঘণ্টায়, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপটি উপকূলবর্তী অঞ্চলে, সাগরের খুব কাছে অবস্থান করার ফলে, প্রচুর জলীয় বাষ্প ঢুকাতে সাহায্য করবে। এর ফলে এই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের এবং কলকাতাতেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং উপকূলবর্তী জেলা গুলিতে বেশি বৃষ্টিপাত হবে।
সে ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ থাকবে তুলনামূলক কম।
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়ার বিক্ষিপ্ত অংশে।
সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৬ ই জুন থেকে ৮ ই জুন এর মধ্যে।
তবে আগামী 24 ঘন্টা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টি প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। এবং আর ৮ ই জুন পর্যন্ত তার চলার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের ফলে কলকাতা শহরে তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে তাপমাত্রা নেমে যাবে যথেষ্ট। তবে প্রবল বজ্রপাতের সর্তকতা জারি করা হচ্ছে আগামী কিছুদিনের জন্য। ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে প্রচুর বজ্রপাত সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেয়া হচ্ছে।
By P.Ghosh
Update: 7:00 IST
04/06/2019
No comments:
Post a Comment