ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে এটাও জানানো হচ্ছে, নিম্নচাপ ক্রমে আরো শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে। এর ফলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন।
পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলির মধ্যে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, কলকাতা এবং হাওড়ার ও হুগলির কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে, ওই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে সে ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে যাবে। এর ফলে আগামী ৭২ ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে।
তবে আগামী ৭২ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত পেতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে।
পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেক গুণ কম থাকবে। সেখানে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
By P.Ghosh
Update: 05:00 pm IST
05/06/2019
No comments:
Post a Comment