গত কয়েকদিন ধরে বৃষ্টি পাত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় দেখা মিলেছে। গত কয়েক সপ্তাহের উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো মিলিমিটার ছাড়িয়েছে।
বেশ কয়েকটি জেলাতে বন্যাা পরিস্থিতি দেখা গেছে।
কিন্তুু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এর ঘাটতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত এর ঘাটতি পরিলক্ষিত হয়েছে এখনো পর্যন্ত, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে।
উত্তর প্রদেশের ওপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ায় এবং তারি সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হওয়ায়, বিহার উত্তরপ্রদেশ সহ উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
কিন্তুু সে তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি যথেষ্ট বেশি রয়ে গেছে।
এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি ৬৫% পার করেছে।
কিন্তুু বর্তমান আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট পরিবর্তন হয়েছে। উত্তরপ্রদেশের উপর অবস্থানরত শক্তিশালী সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই দুর্বল হয়েছে।
তারি সাথে উত্তরবঙ্গে এর ওপর অবস্থানরত নিম্নচাপ অক্ষরেখা ক্রমেই দক্ষিণবঙ্গের দিকে নেমে আসতে শুরু করেছে। উত্তর পূর্ব ভারত তথা আসাম এর কাছে অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা বরাবর বাংলাদেশের দিকে সরে আসার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানোো হচ্ছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের সূত্রে আরো জানানো হচ্ছে, আগামী দুই থেকে তিন দিন কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এর ফলে বৃষ্টিপাতের ঘাটতি কিছুটা কমতে পারে।তবে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে বজ্রপাতের সম্ভাবনাাও আছে।
তবে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতে।
দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলির তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হতে পারে।
By P.Ghosh
Update 12:30pm IST
11/07/2019
No comments:
Post a Comment