এমন বর্ষা দেখিনি দক্ষিণবঙ্গ বাসী গত কয়েক দশক যাবৎ। সর্বশেষ এমন আবহাওয়া পরিস্থিতি কবে হয়েছিল মনে পড়ছে না বঙ্গবাসীর।
ভরা শ্রাবণেও বৃষ্টি হীন রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ।
গত জুন মাসেে বর্ষা জুন মাসে বর্ষা প্রবেশ করতে দেরি হওয়ায় বর্ষা যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। উল্লেখযোগ্য কোনরকম শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়নি বঙ্গোপসাগরে জুন মাস থেকে এখনো পর্যন্ত।
কিন্তুুু ভারতবর্ষের বিভিন্ন অংশে ইতিমধ্যে ব্যাপক বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা গেছে।
কিন্তুু দক্ষিণবঙ্গে কোনরকম উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায়, ক্রমশই বর্ষার বৃষ্টিপাতের ঘাটতি বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টিপাতের ঘাটতি ৭০ শতাংশ থেকেে ৮০ শতাংশ হয়েছে। তাই দক্ষিণবঙ্গে কৃষি ক্ষেত্রে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে।
কিন্তুুুু বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে, ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে সদয় হবে বর্ষা। এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশ তত্সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগামী শুক্রবার এর মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এর ফলে সপ্তাহের শেষেে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে চলেছে।
এবং যা চলবে প্রায় আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘাচ্ছন্নন থাকবে, তারি সাথে হালকা থেকেে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হয়েছে যে, তুলনামূলক ভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝারগ্রাম, পশ্চিম বর্ধমান, এবং হাওড়া ও হুগলি বিক্ষিপ্তভাবে কিছু অংশে।নিম্নচাপের প্রভাবে কমবেশি প্রায় সমস্ত জেলা গুলিতে বৃষ্টিপাত হবে।
সেক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী রবিবার পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী শুক্রবার এবং শনিবার তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাবে, এবং জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে নতুন করে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। যার ফলে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি থাকতে পারে।
তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায়, ঘণ্টায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে।
এর ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাা রয়েছে। তাই আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
তাই সব মিলিয়ে বলা যেতে পারতে, এবারে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা সদয় হতে চলেছে।
By P.Ghosh
Update: 02:00 AM IST
24/07/2019
No comments:
Post a Comment