জুন মাস এবং জুলাই মাসে বর্ষা সেরকমভাবে সক্রিয় না থাকলেও আগস্ট মাস এবং আগামী সেপ্টেম্বর মাসে বর্ষা ভালোভাবে সক্রিয় থাকতে পারে বলে আশা করা যাচ্ছে।
সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে পরিমাণ বৃষ্টিপাতের ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি অনেকটাই পূরণ হতে চলেছে আগামী দিনের বৃষ্টিপাতে।
বর্তমানে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে তৎসংলগ্ন অঞ্চলের ওপর যার সাথে যুক্ত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা যা উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গ হয়ে।
এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে 48 ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বিশেষত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বিকৃতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঐ সমস্ত অঞ্চল গুলোতে।
আগামীকাল সোমবার এবং মঙ্গলবারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাকি জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বৃষ্টিপাত হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি থাকবে।
তবে আগামী মঙ্গলবার এর পর থেকে আবহাওয়া পরিস্থিতি আবার কিছুটা পরিবর্তন হবে।
উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এবারে বেশি বৃষ্টিপাত পাবে বলে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আশা করা যায়।
নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখা এই দুই এর প্রভাবে দক্ষিণবঙ্গের যথাযথভাবে ভালো রকম বৃষ্টিপাত পেতে চলেছে আগামী কিছুদিন। তবে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী দুইদিন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এবারের ক্ষেত্রে বজ্রপাতের সর্তকতা জারি করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে। তাই চাষীদের জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেয়া হচ্ছে।
By P.Ghosh
Update: 10:40 PM
12/08/2019
No comments:
Post a Comment