অতি ভারী বর্ষণের সম্ভাবনা, ডুবতে পারে কলকাতা। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, August 17, 2019

অতি ভারী বর্ষণের সম্ভাবনা, ডুবতে পারে কলকাতা।


নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত কাটতে না কাটতেই আবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। 
জুন, জুলাই এবং আগস্ট মাসের প্রথম দিকে বৃষ্টিপাতের ঘাটতি যথেষ্ট পরিমাণ থাকলেও আগামী কিছুদিনের বৃষ্টিপাত এই ঘাটতি অনেকটাই পূরণ করবে বলে আশা করা যাচ্ছে।
ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে।
মৌসুমী অক্ষরেখার টি ক্রমশ সক্রিয় হওয়ার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে সন্নিহিত অঞ্চলের ওপর। 


ঘূর্ণাবর্ত টি, আগামী ২৪ ঘণ্টায় শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের ওপর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে শনিবার এবং রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোথাও কোথাও অতি প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বেশি বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে।
এছাড়া ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বাঁকুড়া, বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে।


নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার এবং রবিবার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ১৬৫ থেকে ২০০ মিলিমিটার এর আশ পাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তার থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে।

Latest Satellite Image indicate, Strong Pulse observed over South bengal arraound Kolkata.
নিম্নচাপের প্রভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বিভিন্ন জায়গায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ এর সঞ্চার হতে পারে। এর ফলে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
তাই সাধারণ মানুষ থেকে কৃষক, সকলকে বজ্রপাতের সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। 


রবিবার থেকে দক্ষিণবঙ্গের বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া সহ ঝাড়খন্ড বিহার বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে ধীরে ধীরে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হচ্ছে যে, বজ্রপাতের জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
বজ্রপাতের সময়, কোন গাছের তলায় বা ধাতুর তৈরি কোন কিছুতে আশ্রয় নিতে নিষেধ করা হচ্ছে। পুকুরে স্নান করা, অথবা ধাতব ও কলের সামনে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 

Latest Satellite Image indicate strong Pulse over South bengal.
কৃষক থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে, তারা যদি ফাঁকা মাঠে বা ফাঁকা কোন স্থানে থাকে, তাহলে বজ্রপাতের সময় মাটিতে শুয়ে পড়তে নির্দেশ দেওয়া হচ্ছে।
বজ্রপাতের সময় শিশু থেকে সাধারণ মানুষকে যথাসম্ভব সুরক্ষিত জায়গায়, বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
ইতিমধ্যে গত ২৪ ঘন্টা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ১২০ মিলি মিটারের বেশি বৃষ্টিপাত হয়ে গেছে।


আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সংস্থাগুলোর থেকে ভাল রকম বৃষ্টিপাত আশা করা যাচ্ছে, তবে সমস্ত অঞ্চলে সমান বৃষ্টিপাত হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে।


By, P.Ghosh
Update: 7:00AM IST
17/08/2019

No comments:

Post a Comment