গতকাল উড়িষ্যা উপকূলে অবস্থানরত ঘূর্ণাবর্ত টি বর্তমানে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলের উপর অবস্থান করছে।
নতুন করে সৃষ্টি হওয়া এই নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে। উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ।
নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, এছাড়া উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের একটি স্থানে ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নিম্নচাপের প্রভাবে।
Red Spot is Indicate Low Pressure Region |
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে।
দক্ষিণবঙ্গের জন্য বজ্রপাতে সর্তকতা জারি থাকছে।
তবে আগামী সোমবার বিকেলের পর থেকে নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের উপর থেকে। কারণ নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে থাকবে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে।
তবে এই সপ্তাহের আবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৯ শে আগস্ট এর আশেপাশে। সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা থাকছে।
তবে বর্তমানে নিম্নচাপের প্রভাবে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৌসুমী বায়ু খুবই সক্রিয় থাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শক্তিশালী মৌসুমী বায়ু প্রবাহের কারণে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে।
তাই আগামী দুদিন সমুদ্রের মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে।
By Argho Batabyal
Update: 07:00AM IST
25/08/2019
No comments:
Post a Comment