ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, August 31, 2019

ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির সম্ভাবনা।



আমাদের আবার পূর্বাভাস মতোই চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত ক্রমশই কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি পাত কমার সাথে সাথে উত্তর বঙ্গ বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে নতুন করে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পদুল ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে নিম্নচাপের আকারে মায়ানমার এর উপর অবস্থান করছে। এবং ধীরে ধীরে তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয় সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন অঞ্চলের ওপর ঘূর্ণাবর্তের ঘরে প্রবেশ করতে পারে।

পুনরায় বঙ্গোপসাগরের জলে ঘূর্ণাবর্ত পড়ার ফলে, তার শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে আশা করা হচ্ছে, নিম্নচাপটি তুলনা মূলকভাবে কিছুটা শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী রবিবার সকাল এরপর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতির অবনতি হবে ধীরে ধীরে, এবং কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তবে আগামী সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।


কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে আগামী সোমবার এবং মঙ্গলবারে।
উপকূলবর্তী অঞ্চলে একই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে।
তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত ভাবে হবে।

সেপ্টেম্বরে শুরু থেকেই এমন বৃষ্টিপাত, পুজোর তথ্যসহ সাধারণ মানুষের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।
তাহলে কি পুজোয় এবারে বৃষ্টি হবে ?
ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি ?
কেমন কাটবে এ বছরের পুজোর আবহাওয়া ?
সব খবর বিস্তারিত জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ পেজে।

পুজোর আবহাওয়া শীঘ্রই আসছে।


By P.Ghosh 
Update: 7:00 AM IST
31/08/2019

No comments:

Post a Comment